চুয়াডাঙ্গার বহুল আলোচিত প্রকাশ্যে গুলি বর্ষণকারী আসামী অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। শহরের বাস টার্মিনাল এলাকায় দিনেদুপুরে প্রকাশ্যে গুলি বর্ষণের মামলার প্রধান আসামী শাকের আলীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধারও করা হয়েছে। একই সাথে তার সাথে থাকা চাচাতো ভাই মামুনকে ও আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
Surjodoy.com
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত ২৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রক্যাশে গুলি চালিয়ে সাচ্চু নামে এক ট্রাকচালকে জখম করে বাকের ও শাকেরসহ আরও কয়েকজন। এ ঘটনার পরই পুলিশের অভিযানে অভিযুক্তদের একজন বাকেরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যাচষ্টো মামলা দায়ের হলে তারপর থেকেই পলাতক ছিলেন মামলার অন্যতম আসামী শাকের আলী। তাকেও বৃহস্পতিবার ভোররাতে শহরের জাফরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার সুসাহেবের ছেলে শাকেরকে আটক করা হয়।
The Daily surjodoy
এসময় তার কাছ থেকে বিদেশী ৭.৬৫ ক্যালিবার একটি পিস্তল, ম্যাগজিনভর্তি চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একইসাথে তার চাচাতো ভাই মামুনকেও আটক করা হয়েছে।
Leave a Reply