ইমাম হোসেন জীবন ক্রাইম রিপোর্টার চট্টগ্রামঃ
সাধারণত মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা ও ছিনতাই করাই তাদের কাজ।
প্রথমে ফেসবুকে ভুয়া নামে আইডি খুলেন তারা। সে আইডিতে আবার ব্যবহার করেন অন্যের এডিট করা সুন্দর ছবি। বিশ্বাস তৈরি করতে বিক্রেতার সাথে কথা বলেন স্মার্টলি, শুদ্ধ ভাষায়। বেশভুষা শিক্ষিত মানুষের মতোই। এতোসব কিছুর আড়ালে মূলত তারা ছিনতাইকারী। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা ও ছিনতাই করে বেড়ান তারা।
সোমবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের মিরসরাই থেকে চক্রের দুই সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্য উঠে আসে গণমাধ্যমে।
গ্রেফতারকৃতরা হলেন- মিরসরাই উপজেলার পশ্চিম খনয়াছড়া ভূঁইয়া বাড়ীর মঞ্জুর হোসেনের ছেলে মেহেরাজ হোসেন চৌধুরী (২০) ও একই উপজেলার মধ্যম মগাদিয়া মিজিবাড়ি আবু তাহেরের ছেলে শাহরিয়ার হোসেন সাব্বির (২০)।
পুলিশ সূত্রে জানায়, গত ১৩ ডিসেম্বর বায়েজিদ বোস্তামী থানার বালুচরা বাজারস্থ জামান হোটেলের পাশে এক প্রবাসী তার ব্যবহারের মোটর সাইকেলটি বিক্রি করতে আসেন। এর আগে তিনি তার মোটরসাইকেলটি বিক্রি করার জন্য ফেসবুক ভিত্তিক গ্রুপ সেলবাজার ডটকমে পোস্ট করেন। পরে ফেসবুকে পরিচয় হয় মেহেরাজ হোসেনের সাথে। মেহেরাজ হোসেন ক্রেতা সেজে বিক্রেতার সাথে কথা বলেন। প্রায় সাত দিন তারা ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলে বিশ্বাস অর্জন করেন। নির্ধারিত দিনে তিনি মোটরসাইকেল দেখানোর জন্য বালুচরা আসেন। পরে টেস্ট ড্রাইভের কথা বলে মেহেরাজ মোটরসাইকেলটি চালিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন। বিক্রেতা রাজি হলে মেহরাজ ট্রেস্ট ড্রাইবের নাম করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান দৈনিক সূর্যোদয়কে জানান, গ্রেফতার দুজনই বেশ দুরন্ধর। মেহেরাজ ও সাব্বির ভুয়া আইডি খুলে এসব অপরাধ করেতো। তাদের ফেসবুকে প্রতারণার প্রমাণ মিলেছে।
Leave a Reply