তৌফিক আহমেদ তার মীর,নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী তানোর পৌর সভায় রিতি মতো মানবিক আলোড়ন সৃষ্টি কারি ও অসহায় মানুষের বন্ধু, যে সর্বদায় তানোর পৌরসভার সাধারণ মানুষের কথা চিন্তা করে যে কি ভাবে তাদের জিবনের মান বাড়বে।
প্রায় ১ বছরের বেশি সময় থেকে চলে আসছে মহামারী করোনা ভাইরাস ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মজীবী মানুষ পড়ে আছে বিপাকে গত বছরের ন্যায় আবারোও তানোর পৌর ১ থেকে ৯ নং ওয়ার্ডের সকল অসহায় মানুষের পাসে
ঈদ উপহার সেমাই,চিনি,নতুন কাপড় দেওয়া শুরু করেছেন সমাজ সেবক, দল-মত নির্বিশেষে সবার প্রিয় মুখ জনাব আবুল বাশার সুজন।
আজ ২৪ ম রমজান তানোর পৌর সভার ৬ নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সেমাই,চিনি ও অন্যান্য সামগ্রী বিতারণ কালে আবুল বাশার সুজন বলেন, দেশে যে মহামারী
করোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে তার হাত থেকে বাঁচতে সাধারণ মানুষ ঘরবন্দী হয়ে আছে অনেক আগে থেকেই তাই আমি এক জন সমাজ সেবক আর আসল কথা বলতে আমার পারিবারিক নির্দেশনা আছে এবং আমি এগুলো করতে ভালোবাসি আমাকে ভালো লাগে আর রমজান মাসের শেষে ইসলাম ধর্মের
সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর আর এই ঈদে আমার পরিবার যখন নতুন কাপড় পড়বে এবং ভালো-মন্দ খাবে আর আমার প্রাণের তানোর পৌরবাসী খেতে পাবে না সেটা আমার মন মানে না তাই আমি যে উপহার গুলো দিয়ে
সাধারণ মানুষকে, সেগুলো দিয়েছি আমার পরিবার ভালো কিছু খাবে ঈদের দিনে, সাধারন মানুষও ভালকিছু খাবে, নতুন কাপড় পরবে সেই জন্য দিচ্ছি।
পরিশেষে তিনি বলেন মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর সবার পরিবারে নিয়ে আনন্দ ও মধুময় হয়ে কাটুক এই দোয়াই করি।
উল্লেখ্য যে,মহামারী করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে সরনজাই ইউপির ৩নং ওয়ার্ডবাসী যখন
ঘর বন্দি ছিলেন ঠিক সে সময় নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে
৩নং ওয়ার্ডে স্থানীয়ভাবে তিনি রীতিমতো একটি উদাহরণও সৃষ্টি করেছেন।
Leave a Reply