প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাসিমের মৃত্যুর সংবাদ জানেন প্রয়াত নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের মাধ্যমে । এই মৃত্যুর সংবাদ জানার পরই তিনি কান্নায় ভেঙ্গে পড়েন । আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী । মােহাম্মদ নাসিম জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান ছিলেন । আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে ছিলেন । গণতন্ত্রের সংগ্রাম করেছিলেন । সেই সংগ্রামের অন্যতম বীর যােদ্ধা ছিলেন মােহাম্মদ নাসিম । মােহাম্মদ নাসিম আওয়ামী লীগের রাজনীতিতে শুধু বিশ্বস্তই ছিলেন না । একজন গণতন্ত্রের বীর যােদ্ধা ছিলেন বলে স্বরণ করেন প্রধানমন্ত্রী । তিনি নাসিমের আত্নার শান্তিদর কামনা করেন । আবেগাপ্লুত হয়ে মােহাম্মদ নাসিমের বিভিন্ন স্মৃতিচারণ করেন তিনি । তিনি বিভিন্ন সময় কিভাবে তার সংগ্রামের সাথী ছিলেন সেসব স্বরণ করেন । 1