তৌহিদুল ইসলাম সরকার: নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের নান্দাইলে প্রয়াস ফাউন্ডেশন প্রশিক্ষিত মহিলা সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে সমিতির সদস্য সহ অন্যান্যদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৭ মে (শুক্রবার) দুপুরে নান্দাইল বাজারে প্রয়াস ফাউন্ডেশন প্রশিক্ষিত মহিলা সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও প্রয়াস ফাউন্ডেশন প্রশিক্ষিত মহিলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তসলিমা বেগম লাভলী,
সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, প্রভাষক খায়সারুল ফকির,দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রয়াস ফাউন্ডেশন প্রশিক্ষিত মহিলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তসলিমা বেগম লাভলী বলেন, আসন্ন ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রয়াস ফাউন্ডেশনের ক্ষুদ্র এই প্রচেষ্টা।
আমি প্রয়াস ফাউন্ডেশনের জন্য সবার কাছে দোয়া চাই যেন সব সময় মানুষের পাশে থেকে সেবা করতে পারি।
Leave a Reply