রেখা মনি
রংপুর গত ০২ জুলাই ২০২০ রাতে জুম্মাপাড়ার জনৈক উত্তরা ব্যাংক কর্মকর্তা কহিনুর-এর বাসার নিচ তলার ভারাটিয়া পঞ্চগড়ে কর্মরত পুলিশ কর্মকর্তা, শাহ্জাহানের ছেলে জিলুর পিয়াস-(২৫) ও তার দুই সহযোগী সাকিল (১৯), আল-আমিন (২২) সহ উক্ত বাড়িতে এনে তরুণীকে নির্যাতনের পর কৌশলে পালিয়ে যায়। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে রংপুর জুম্মাপাড়ায় ঐ ব্যাংক কর্মকর্তার বাসার নিচ তলায় পুলিশ কর্মকর্তা ভাড়া থাকত। গভীর রাতে জিলুর পিয়াসদের ভাড়া বাসার ভিতরে ঐ তরুণীর গোংড়ানী শব্দে প্রতিবেশিদের সন্দেহ হলে। তারা বাসার ভিতরে কে কে বলে ডাক চিৎকার শুরু করে প্রতিবেশিরা। জিলুর পিয়াস গং বিপদ বুঝে বাথরুমে তরুণীকে আটকে ফেলে লম্পট জিলুর পিয়াস তার দুই সহযোগীসহ কৌশলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঐ বাসায় প্রবেশ করে অচেতন অবস্থায় তরুণীকে বাথরুমে দেখতে পেয়ে কোতয়ালী পুলিশকে সংবাদ দেন। সংবাদের ভিত্তিত্বে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় তরুণীকে উদ্ধার করে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ঘটনার সময় ঐ পুলিশ কর্মকর্তার ছেলে জিলুর পিয়াস তার ২ জন বন্ধুসহ যোগসাজস করে। অভিনব সুকৌশলে ভাড়া বাসায়, নিয়ে আসে তাকে। প্রতারক প্রেমিক জিলুর পিয়াসের প্রেমের টানে রিয়া মনি বেশ কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে আসে। ঐ তরুণীর বাড়ি লালমনিরহাট কাকিনা, বলে জানা গেছে। এদিকে ০২ জুলাই ২০২০ কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-৪, আসামী (১) জিলুর পিয়াস (২৫), (২) সাকিল (১৯), আল-আমিন (২২), আল-আমিন সরকার জেমস (২৮) (৫) রবিন (১৯) সহ আরও নাম না জানা অজ্ঞাত ০৭ জন।
Leave a Reply