ফটিকছড়ি প্রতিনিধি:
চট্রগ্রাম ফটিকছড়িতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ফটিকছড়ি উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বিশাল জনসমাবেশ অনুষ্টিত।সোমবার (২২ মার্চ) বিকালে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্টিত সমাবেশে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে, দলের সাধারণ সম্পাদক, আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরির পরিচালনায়, অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এমপি), উদ্বোধক ছিলেন চটগ্রাম জেলা আওয়ামীলীগ এর সভাপতি, এম.এ সালাম, প্রধান আলোচক ছিলেন, উত্তর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, শেখ আতাউর রহমান।এতে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটি এম পিয়ারুল ইসলাম, আফতাব উদ্দীন চৌধুরী, খদিজাতুল আনোয়ার সনি, মেয়র ইসমাইল হোসেন, সহ আরো অন্যান্য নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্টানের প্রধান অতিথি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (এমপি) বলেন, আগামীতে চেয়ারম্যান নির্বাচনে ভুল ত্রুটি যাই থাকুক না কেন, কেন্দ্র থেকে যে মনোনয়ন নিবে তার প্রতি আস্থা রেখে, আপনারা তাকেই জয়যুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন।
Leave a Reply