1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
ফরিদগঞ্জে অবৈধ ট্রাক্টরের উৎপাতে অতিষ্ঠ জনসাধারণ, কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কসবায় বিএসএফের এলোপাথাড়ি গুলিতে বাংলাদেশি যুবক নিহত! চট্টগ্রামের বাঁশখালীতে ৩ হাজার পিস ইয়াবা সহ আটক ১ঃ মাদক পরিবহনে নিয়োজিত মোটর সাইকল জব্দ ট্রেনঃ পৃথিবীর সবচেয়ে আন্ডাররেটেড ঘাতকের রহস্য এবং “হ্যাবিচুয়াল কনফিডেন্স” চট্টগ্রামে ১৪ পিছ বিদেশী স্বর্নের বার সহ আটক ১ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে দিয়েছে আদালত আওয়ামীলিগের সময়ে আওয়ামীলিগের নেতা , বিএনপির সময়ে বিএনপির নেতা সেজে প্রভাব বিস্তার করার চেষ্টা ! নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময় কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদে মানববন্ধন ! সাভারে বিরুলিয়ায় নিহত নারী ছিলেন অন্তঃসত্ত্বা : স্বামী গ্রেফতার । ফেসবুকে মানহানিকর লেখা প্রচারের অভিযোগ এনে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

ফরিদগঞ্জে অবৈধ ট্রাক্টরের উৎপাতে অতিষ্ঠ জনসাধারণ, কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ২.৫২ এএম
  • ৩০০ বার পঠিত
আমান উল্লাহ প্রতিবেদকঃ
সড়কে আরেকটি প্রাণ ঝরলো প্রাণঘাতিক ট্রাক্টরের চাকায় পিস্ট হয়ে। ফরিদগঞ্জে দৈত্যাকৃতির দানব গাড়ির উৎপাতে অতিষ্ঠ জনসাধারণ। সারা উপজেলায় অবৈধ ভাবে দাপিয়ে চলছে কৃষি কাজের জন্য আমদানী করা এই পন্য পরিবহনের যানটি।
স্থানীয় পুলিশ প্রশাসন মাঝে মধ্যে সকল যানবাহনের কাগজপত্র নিরীক্ষার উদ্যোগ নিলেও অবৈধ ভাবে পরিচালিত (স্থানীয় নামের) রুস্তুম, হামজা, উলকা বা টলি নামের যানবাহনটি বন্ধে কোন বাস্তব পদক্ষেপ নেই।
কৃষিকাজের ব্যবহার উপযোগী করে তৈরি এই যন্ত্রটি পন্য পরিবহনের কাজে ব্যবহার করে একদিকে দুর্ঘটনার কবলে ঠেলে দিচ্ছে জনসাধারনকে, অন্যদিকে গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য তৈরী করা সড়ক ব্যবস্থাকে স্বল্পতম সময়ের মধ্যে ধ্বংস করে দিচ্ছে।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, রুস্তুম, হামজা, উলকা, বা ট্রলি নামে স্থানীয় ভাবে পরিচিত এইসব যন্ত্র মূলত চাষাবাদের কাজে ব্যবহার উপযোগী করে তৈরি। চাষাবাদের মাঠে চলাচলের এই যন্ত্রটিকে একশ্রেণির মুনফা লোভী লোক রাজনৈতিক
প্রভাবশালীদের আশ্রয়ে অতিরিক্ত চাকা সংযোজন করে পণ্যবাহী ট্রাক হিসেবে ব্যবহার করছেন। ৬ চাকা বিশিষ্ট এই গাড়িগুলো ৮ফিট চওড়া এবং ৪০ফিট লম্বা। সড়কে চলাচলের কোন বৈধতা না থাকলেও রাজনৈতিক প্রভাব বিস্তার করে অবাধে চলাচল করছে দৈত্যাকৃতির ওই যানটি।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ফরিদগঞ্জ উপজেলায় অন্তত ১৫০/২০০টি এমন যান রয়েছে। ৬ চাকা বিশিষ্ট দৈত্যাকৃতির যানটির চালকের কোন ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও মুনাফা লোভীদের ছত্রছায়ায় সকল সড়কে ফ্রি-স্টাইলে দাপিয়ে বেড়াচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদগঞ্জ অফিসের একজন উপ সহকারি প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, “ওই দানব আকৃতির যান রাস্তায় চলাচলের সময় রাস্তা কাঁপতে থাকে। পাকা রাস্তার বেহাল দশা করেছে এই দৈত্যাকৃতির যান ট্রলি।
শীঘ্রই এই দৈত্যাকৃতির যান ট্রলি সড়কে চলাচল নিষিদ্ধ না করলে সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পরবে”।
শামসুন্নাহার চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় পুরো জেলায় তিনি একযোগে সড়কে ট্রাক্টর নিষিদ্ধ করেন। তিনি জেলা থেকে বিদায় নেয়ার পর জিহাদুল কবিরও সেই ধারা অব্যাহত রাখেন। কিন্তু তিনি চলে যাওয়ার পরথেকে থানা পুলিশও তাদের তৎপরতা কমিয়ে ফেলে। ফলে এক সময়ের দাবড়ে বেড়ানো যন্ত্রদানব ট্রাক্টর আবার রাস্তায় ফিরেছে।
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস বলেন,’বৈধ সড়কে চলাচলকারী অবৈধ ট্রলি গাড়ী বন্ধের জন্য একাধিকবার প্রশাসনকে মৌখিক ভাবে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি।’
অভিযোগ রয়েছে এটি যারা ব্যবহার করছেন তাঁরা সবাই প্রভাবশালী। আবার অধিকাংশ ট্রলি চলছে সরকারি দলের নেতা কিংবা জনপ্রতিনিধিদের ছত্র-ছায়ায়।
সাধারণ মানুষের অভিযোগ, এই যানের চাকায় পিস্ট হয়ে ইতোমধ্যে শিশুসহ প্রায় ২০ জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে এই উপজেলায়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বলেন,আমাদের দেশে ট্রাক্টর সরকার আমদানি করছে কৃষি কাজ ও পার্বত্য অঞ্চলে ব্যবহারের জন্য, যাতে কৃষক আধুনিক চাষাবাদে যুক্ত হয়ে কৃষিকাজ করতে পারে, এবং সহজে ফসল ঘরে তুলতে পারে। কিন্তু সরকারের সেই চিন্তা বা কাজ কি বাস্তবায়ন হচ্ছে ? না কোন ভাবেই তা বাস্তবায়িত হচ্ছে না বরং দেশের পাঁকা রাস্তা, কাঁচা রাস্তা সব শেষ। সব শেষ এই মাহিন্দ্রা ট্রাক্টর দিয়া।
আমার কথার সাথে কতৃপক্ষের লোকজন বা দেশের মানুষ একমত হবেন কি না জানিনা তবে এটাই বাস্তব, এটাই সত্য।
কৃষি কাজের জন্য বা কৃষকদের জন্য বা কৃষি পন্য বহন এর জন্য মাহিন্দ্রা ট্রাকটরের জুড়ি নাই কিন্তু এই যান বাহন দিয়া কোন কৃষক কি কৃষি কাজ করছে ? হাতে গোনা কিছু কৃষক কৃষি কাজ করলেও অধিকাংশ মাহিন্দ্রা ব্যবহার হচ্ছে ব্যবসায়িক কাজে ।
পাকা রাস্তা, কাঁচা রাস্তা বাঁচাতে চাইলে মাহিন্দ্রা ট্রাকটর আমদানি নিষিদ্ধ করা হউক। কোন কারনে নিষিদ্ধ করা না হলেও ব্যবসায়িক কাজে এই যান ব্যবহার বন্ধ করা হোক”।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি চাঁদপুর টাইমসকে জানান, অবৈধ ভাবে চলাচলকারি ট্রাক্টরের ব্যাপারে খোঁজ নিয়ে অতি দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এসময় ট্রাক্টরের চাপা পিস্ট হয়ে একটি শিশুর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews