হাসনাত তুহিন ফেনী জেলা প্রতিনিধিঃ
নভেম্বর, ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ মঙ্গলবার (৯ নভেম্বর) শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামিলীগ এর সভাপতি এড. হাফেজ আহাম্মদ পিপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাষ্টার আলী হায়দার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মহিলা এমপি জাহানারা আক্তার সুরমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দাগন ভুঁইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, সোনাগাজী উপজেলার ৮নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,তৃনমূল নেতাকর্মীরা কোন বেঈমানী করেনা, তারা নিজের পরিবারের চেয়েও নৌকাকে বেশি প্রাধান্য দেয়। দলের প্রয়োজনে তারা যে কোন ত্যাগ করতে চিন্তা করেনা। আজ পদ পদবী আছে, কাল তা নাও থাকতে পারে। তৃনমুলদের মূল্যায়ন করলে তারা শব সময় মূল্যায়ন পাবে।
অনুষ্ঠানে সন্চালকের দায়িত্ব পালন করেন জেলা আওয়ামিলীগ এর দপ্তর সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খন্দকার।