আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
Facebook Twitter share
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজারে যাওয়ার পথে হুড়োহুড়িতে ৬ জন মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ হয়েছেন প্রায় অর্ধশতাধিক।বুধবার (১২ মে) দুপুরে শাহ পরান ও এনায়েতপুরী নামের ২টি ফেরিতে এ দুর্ঘটনা ঘটে। এ সময়
Surjodoy.com
এনায়েতপুরীতে ৫ জন আর শাহ পরানে ১ জন মারা যান।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১২ মে) বেলা ১১টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর নামের এক কিশোর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামে।
The Daily surjodoy
এদিকে এনায়েতপুরী ফেরিতে বুধবার (১২ মে) দুপুর দেড়টার দিকে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ফেরি ছাড়ার সময় পন্টুনে কিছু যাত্রী দাঁড়ানো ছিলেন। পন্টুন উঠানোর সময় এটি খাড়া হয়ে গেলে তারা অন্য যাত্রীদের মধ্যে পড়ে যান।
The Daily surjodoy
এ সময় হুড়োহুড়ি তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। পরে ফেরিটি বাংলাবাজারে পৌঁছালে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরও জানান, প্রাথমিকভাবে এই ৫ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।