ডেস্ক: ফ্রান্সের তুলুস শহরের একটি নাইট ক্লাবের পাশে গুলিবিদ্ধ হয়ে একজন ফুটবলারের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিহত ফুটবলারের নাম ক্রিস্টোফার অরিয়ের, আইভরিকোস্টের নাগরিক। ফুটবলার ফ্রান্সের পঞ্চম সারির ক্লাব তুলুস রদেওর খেলোয়াড় ছিলেন তিনি।
ক্রিস্টোফার টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার সের্গে অরিয়রের ছোট ভাই। তার মতো ক্রিস্টোফারও ফরাসি ক্লাব লেন্সের একাডেমিতে ফুটবলে হাতেখড়ি নেন। তবে ক্যারিয়ারে খুব বেশি দূর এগোতে পারেননি।
ফরাসি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ২৬ বছর বয়সী ক্রিস্টোফারের পাকস্থলী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনার তদন্তকাজে জড়িত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তার শরীরে দুটি গুলি লাগে। ঘটনার পর পরই বন্দুকধারী পালিয়ে গেছে। কিন্তু একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্শ্ববর্তী একটি নাইট ক্লাব থেকে ছোড়া গুলিতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
নিজেদের খেলোয়াড় সের্গে অরিয়রের ভাইয়ের মৃত্যুতে শোক বিবৃতি দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম।