শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধি
আবার সড়কে ঝরল এক নিষ্পাপ শিশুর প্রাণ, ১৬ ডিসেম্বর বুধবার সকাল ৭ টায় বগুড়া সদরের গোকুলে বিশ্ব রোডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়।
বুধবার সকাল ৭টায় বগুড়া সদরের গোকুল মধ্যপাড়া গ্রামে ছওতুল কুরআন হাফিজিয়া মাদরাসা যাওযার পথে গোকুল হল বন্দরে পৌছিলে শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়া গ্রামের আব্দুর রহিম মোল্লার একমাত্র সন্তান তানভির আলম (১০) বগুড়া গামী ১০ চাকা একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো- ট- ২০- ০১৯২ এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। লাশটি তার বাড়ীতে পৌছিলে বাবা মা আর্তনাদে আকাশ বাতাসও যেন স্তব্ধ হয়ে যায় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।