মাইনুল হাসান,স্টাফ রিপোর্টারঃ
২৫ শে আগষ্ঠ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে বগুড়ার
শাজাহানপুর উপজেলার উমরদীঘি বাজার এলাকায় এগ্যারেজের ভিতর থেকে ৮৬ বস্তায় ২৫৮০ কেজি সরকারী চাল উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, উমরদীঘি বাজার এলাকায় একটি গ্যারেজের ভিতর বেশ কিছু খাদ্য অধিদপ্তরের সিলসহ সচালের বস্তা দেখে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। চাল গুলো সরকারী বলে নিশ্চিত হলে ওই চাল জব্দ করে পুলিশ।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক সুশান্ত কুমার সাহার সাথে কথা হলে তিনি জানান,উমরদীঘি বাজার এলাকার স্থানীয় লোকজন খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত চাল জব্দ করা হয়।
এঘটনায় আরও খোঁজখবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।