ভুক্তভোগী হৃদয় আহম্মেদ অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আমি আমার ব্যাবসায়ী কাজে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিতে প্রস্তুতি নেই। এসময় আমার দোকানের সামনে থেকে স্থানীয় সন্ত্রাসী রহিছুর ও তার গুন্ডাপান্ডার দল অস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আমার মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে স্থানীয়রা ছুঁটে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এসময় আমার সাথে থাকা নগদ আড়াই লাখ টাকা ও গলায় পরিহিত একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে কোন উপায় না পেয়ে উজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করি। এরপরে সন্ত্রাসী রহিছুরের সহযোগীরা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে এবং সে নিজে বাঁচতে আমার বিরুদ্ধে থানায় একটি ওল্টো মামলা করে। আমি এর সুষ্ঠ তদন্ত করে দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছি।
এবিষয়ে হামলাকারী রহিছুরের সাথে যোগাযোগের সম্ভব হয়নি। এ ঘটনা সম্পর্কে মুঠোফোনে জানতে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জিয়াউল আহসানের সাথে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। পরে উপ-পরিদর্শক(এসআই) মোঃ রবিউল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে একটি অভিযোগ করেছে ভুক্তভোগী। উভয় পক্ষ এলাকায় ব্যাবসা করে আসছিলো। একজন বিক্রি বেশী করলো অন্যজন কম করলো এনিয়ে তাদের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এলাকার চেয়ারম্যান আগামী রোববার উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করে দিবেন। এরপরে রহিছুর এর পক্ষের মামলার আয়ু উপ-পরিদর্শক(এসআই) মোঃ এনামুলকে ফোন করা হলে তিনি জানান, উভয় পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। আগামী রোববার এলাকার চেয়ারম্যান এবিষয়ে সমাধান করে দিবেন।