
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের জঙ্গল বৈলছড়ি এলাকায় মামলার বাদী পক্ষের বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছ কর্তন করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া মামলা তুলে নিতে প্রতিনিয়ত বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর রবিবার (১৪ মার্চ) সকালে বাঁশখালী থানার থানার এসআই লিটন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে জানায়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বৈলছড়ি এলাকায় একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার বেশ কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন একই এলাকার মৃত দুলা মিয়ার পুত্র ছৈয়দুল ইসলাম। ওই মামলাটির জের ধরে মামলার আসামিরা আরো বেপরোয়া হয়ে উঠে। তারা মামলাটি তুলে নিতে ছৈয়দুল ইসলামকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি ও চাপ প্রয়োগ করে।
সর্বশেষ গত ৬ মার্চ সকালে তারা হাতে দা, কিরিচ নিয়ে মামলার বাদী ছৈয়দুল ইসলামের জঙ্গল বৈলছড়িস্থ জায়গায় প্রবেশ করে একাশি, গামারি, কাঁঠাল গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ শতাধিক গাছ কর্তন ও শতাধিক ট্রাক মাটি কর্তন করে নিয়ে যায়।
এ সময় তারা ছৈয়দুল ইসলামের লিচু বাগানের একটি অংশে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়। এ নিয়ে ছৈয়দুল ইসলাম প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মূল ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।’
বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিন বলেন, ‘জঙ্গল বৈলছড়ি এলাকায় মনসুর গংরা পাহাড়ি সম্পদ উজাড় করার পর এখন ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা একটি সিন্ডিকেট করে পাহাড় থেকে মাটি, গাছ ও বালি বিক্রি করছে দীর্ঘদিন ধরে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে। তাদের কারণে এলাকাবাসীরা অতিষ্ট হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় একাধিক উত্থাপন করা করলেও এখনো পর্যন্ত কোন ধরনের প্রতিকার পাননি বলেও তিনি জানান।’
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, ‘জঙ্গল বৈলছড়ি এলাকায় সংঘটিত ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply