নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এর উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত ১২ আগস্ট তাকে পদোন্নতি দেয়া হয়েছে।
আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পিপুল বাড়ীয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি সরাসরি অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
কর্মজীবনে আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন প্রশাসন ও ব্যয় বিভাগ, পার্সোনেল ডিপার্টমেন্ট, কৃষি ঋণ পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ ১ ও ২ এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসে দায়িত্ব পালন করেন।
Leave a Reply