মো:ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে কালিশুরী- ধূলিয়া ব্রিজের দুই পাশের সংযোগ সড়কে মরণ ফাঁদে পরিণত হযয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম ভোগান্তির শিকার হচ্ছে যাত্রী ও মালবাহী পরিবহনসহ সাধারণ পথচারীরা। যেকোন সময় প্রাণহানির মত দুর্ঘটনা ঘটে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। একই অবস্থা উপজেলার নুরাইনপুর- ভরিপাশা ও কালাইয়া ডালিমা ব্রিজের।
সরেজমিন দেখা যায়, ধূলিয়া- কালিশুরী, নুরাইনপুর- ভরিপাশা ব্রিজের সংযোগ সড়কের ইটের রাস্তা উঠে গিয়ে বড় বড় খানা- খান্দে ভরে গেছে। ওই সংযোগ সড়কগুলো অতিমাত্রায় উঁচু আর খানা-খন্দের কারণে যাত্রীবিহীন ছোট রিকশাও তিনজনের সাহায্য ছাড়া উঠা সম্ভব না।
বড় টমটম- পিকাপ চলাচলেও পোহাতে হয় চরম ভোগান্তি। কালাইয়া- ডালিমা ব্রিজের সংযোগ সড়কে বড় খন্দের সৃষ্টি হয়েছে। মালবাহী টমটম চালক রহিম, রিশকাচালক সালাম ও পিকাপ চালক জাহিদ বলেন, ব্রীজের রা¯স্তা অনকে খারাপ। আমাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সরকারের অতিদ্রুত রাস্তার উন্নয়নে কাজ করা উচিত। তা না হলে যেকোনো সময় প্রানহানির মত ঘটনা ঘটবে।
এবিষয়ে বাউফল উপজেলা এলজিইডি প্রকৌশলী সুলতান আহমেদ বলেন, ধূলিয়া ব্রিজের সংযোগ সড়ক সংস্কারের টেন্ডার হয়েেেছ। কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে।