ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এক রাতে পাঁচ বাড়ীর নয়টি ঘরে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে নাজিরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধান্দী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা মোসাঃ নার্গিস বেগম।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে একটি সংঘব্ধ চোর চক্র ধান্দী গ্রামে হানা দেয়। এ সময়ে সিঁদ কেটে ঘরে ঢুকে আরজ আলী হাওলাদার বাড়ীর কামাল হাওলাদার, নূরুল হক হাওলাদার, হাসান হাওলাদার , হালিম হাওলাদার, সোবাহান হাওলাদার ও বাবুচী বাড়ীর নূরুল হক , তালুকদার বাড়ীর জালাল তালুকদার , মৃধার বাড়ীর ফারুক মৃধা এবং মাতুব্বর বাড়ীর রানী মাতুব্বরের ঘরে প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ন অলংকার নিয়ে যায়।এসব ঘটনায় থানায় অভিযোগ করবেন জানিয়েছেন ভূক্তভোগি কয়েকজন।
ধানদী বাজারের কয়েক দোকানী জানান, আজ বৃহস্পতিবার সকালে ধানদী বাহাদুরপুর সরকারি প্রাইমারি স্কুল রাস্তায় চুরি যাওয়া স্বার্ণালঙ্কারের বক্স ও কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়। সম্প্রতি এসব এলাকায় অহরহ চুরির ঘটনা ঘটলেও তা রোধে কারোরই কোন উদ্দ্যেগ নেই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(তদন্ত) আল মামুন বলেন, চুরি’র ঘটনা আমাকে কেউ অবহিত করেন নাই। এখনই পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..