আমির হোসেন (বাউফল)প্রতিনিধি :
Facebook Twitter share
পটুয়াখালীর বাউফলে অস্তিত্বহীন একটি মৎস্য খামারের নামে বাংলাদেশ
ব্যাংক থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এদিকে
খামারীর মালিক ভূয়া দলিল দিয়ে টাকা উঠিয়ে নেয়ায় প্রকৃত মালিকরা
Surjodoy.com
প্রশাসনের হয়রানির স্বীকার হচ্ছে। বিষয়টি নিয়ে জমির প্রকৃত মালিকরা
থানায় অভিযোগ দিলেও খামারের মালিক রয়েছেন ধরা ছোয়ার বাহিরে।
জানাগেছে, অস্তিত্বহীন একটি মৎস্য খামার দেখিয়ে পরিচালকের চেকের
স্বাক্ষর জাল করে এস,কে এস এ্যাগ্রো প্রোডাক্টস লিঃ এর নামে ওই টাকা
উত্তোলণ করা হয়।
উপজেলার ভরিপাশা গ্রামের সৈয়দ কামরুজ্জামান সোহেল
The Daily surjodoy
নামে এক যুবক এস,কে,এস এ্যাগ্রো প্রোডাক্টস লিঃ ব্যবস্থাপনা পরিচালক
হয়ে জাল দলিল তৈরি করে মৃত্যু ব্যক্তির নামের জমির ভূয়া লোক দেখিয়ে ২০১১
সালের ১ নভেম্বর সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজে ১ কোটি ১ লাখ
৩৭ হাজার টাকা উত্তলন করেন তিনি। যাহার চেক চলতি হিসাব নং-
০০০২+০২১০০২১৬৬০ মিচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রিন্সিপ্যাল শাখা, ঢাকা।
The Daily surjodoy
সোহেল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের সৈয়দ আঃ রাজ্জাক
এর ছেলে। এ ছাড়াও সোহেলের বিরুদ্ধে একই এলাকার সৈয়দ গিয়াস উদ্দিন
নামে এক ব্যক্তির নাম পরিবর্তন করে অন্য লোক দাড় করিয়ে এস,কে এস
এগ্রো প্রোডাক্টস লিঃ এর নামে জমির ভূয়া জাল দলিল করে নেয়ারও
The Daily surjodoy
অভিযোগ রয়েছে। এ ব্যাপারে ১৯ জানুয়ারী ২০২১ সালে উল্লেখিত
সৈয়দ গিয়াস উদ্দিন বাদি হয়ে কামরুজ্জামান সোহেল এর বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৬।
সরেজমিনে দেখা যায়, ভরিপাশা গ্রামে এস,কে,এস এ্যাগ্রো প্রোডাক্ট লিঃ এর নামে কোন
মৎস্য খামার খুঁজে পাওয়া যায়নি। টাকা উত্তোলনে যে জমির দলিল দেখানো হয়েছে, ওই জমিতে বর্তমান ও পূর্বে কখনও এস,কে,এস এ্যাগ্রো
প্রোডাক্ট লিঃ এর কোন অস্তিত্ব ছিলনা।ওই এলাকার রফিক হোসেন বলেন,
The Daily surjodoy
ভরিপাশা গ্রামে ওই নামে কোন মৎস্য খামার আছে বলে আমার জানা নেই।
ওই মৎস্য খামারের নাম আপনার কাছেই শুনলাম। এ বিষয়ে সৈয়দ কামরুজ্জামান
সোহেল প্রতিবেদককে বলেন, আমি ব্যবসার প্রয়োজনে ব্যাংকের সাথে
The Daily surjodoy
প্রতারণা করেছি। দলিল ছাড়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায় না তাই
আমি অন্যের জমি জাল দলিল করে ব্যাংকে জমা দিয়ে ব্যাংক থেকে ব্যবসা করার জন্য উক্ত টাকা উত্তোলন করে ব্যবসা না করে নিজের কাজে ব্যয় করছি। এটা আমার অন্যায় হয়েছে, তবে ব্যাংকের টাকা আস্তে, আস্তে পরিশোধ করে দিব।
আর এলাকার যাদের জমি নিয়ে সমস্যা ছিল সে সমস্যাগুলোও সমাধানের ব্যবস্থা হচ্ছে।
The Daily surjodoy
এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন বলেন,
কামরুজ্জামান সোহেল এর বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।