ফিরোজ,বাউফল(পটুয়াখালী) প্রতিনি
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০ টায় পৌরসদরের রেজিষ্ট্রি অফিস থেকে একটি র্যালী বের করে বাউফল সরকারি কলেজ প্রঙ্গনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা মশিউর রহমান পলাশ, জেলা যুবদলের সদস মো আলী আজম, সাইফুল ইসলাম ঝুরন প্রমুখ। এ সময়ে বক্তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। যুবদল নেতা মশিউর রহমান পলাশের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কয়েক শত নেত-কর্মী র্যালীতে অংশ গ্রহন করেন।