রাজশাহী বাঘা উপজেলার মহদীপুর এলাকায়
গত ২১ মে রাত্রি সাড়ে বারোটার সময়
বিদেশি পিস্তলসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর একটি টিম।এ সময় তার কাছ থেকে ০১টি ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত আসামি হলো, মোঃ আব্দুল করিম (৪৪)। সে রাজশাহী চারঘাট উপজেলার মাড়িয়া শাহপাড়া এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে।
র্যাব সুত্রে যানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন টিম বাঘা থানাধীন মহদীপুর প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় একজন ব্যক্তি অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছা মাত্র র্যাবের উপস্থিতিতে কৌশলে অস্ত্র ব্যবসায়ী পালানোর চেষ্টা করে এ সময় র্যাবের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে তাকে গ্রেফতার করে।
তার শরীর চেক করে কোমরে পলিথিনে মোড়ানো পোটলাটি কোমর থেকে বের করে কলার গাছের গোড়ায় ফেলে দেয়।
পরবর্তীতে র্যাবের টিম পোটলায় থাকা বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।