সোহেল রানা তানোর রাজশাহী
সনাতন ধর্মালম্বীদের কাছে বিদ্যা, জ্ঞান, বাণী ও সুরের দেবী সরস্বতী। প্রতি বছর তানোর উপজেলার বাধাইড় ইউপির বিভিন্ন মন্দিরে এবং সনাতন ধর্মালম্বীদের বাড়ি বাড়ি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে এ পূজা অনুষ্ঠিত হয়।গত বছরের মতো এ বছরও এ পূজায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। তানোর উপজেলার বাধাইড় ইউপির নারাইনপুর,রামপুর ও একান্নপুর গ্রামের মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়।পূজার আয়োজন করেছেন গ্রামের তরুণ ও ভক্তরা।আজ মঙ্গলবার ধর্মীয় উৎসবের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন শত শত ভক্ত। এসময় ঢাক, ঢোল, কাশির বাদ্য ও উলুধ্বনিতে গোটা বাধাইড় ইউপি মুখরিত হয়ে ওঠে।
বাধাইড় ইউপির প্রত্যেকটা মন্দির পরিদর্শন করে ভক্তদের উৎসাহিত করেন বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।