আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে রুমা উপজেলার এ প্রথমবারের মতো শীত মৌসুমের শুরু থেকে পাইলট পাড়া মেন রোডে ঝাড়ু ফুলের ঝাঁক দেখা গেছে। স্থানীয় কিছু মৌসুমি ব্যবসায়ী বান্দরবান ও রুমা উপজেলার পাহাড়ি এলাকা থেকে ঝাড়ু ফুল সংগ্রহ করে রাজধানীতে সরাসরি নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ব্যাবসায়ী মোঃ সিমন। আকারভেদে প্রতি আঁটি ঝাড়ু ফুল বিক্রি হচ্ছে ছয় থেকে দশ টাকায়।
একটি ফুলের ঝাড়ু তৈরিতে প্রয়োজন হয় দুই থেকে চার অাঁটি ঝাড়ু ফুল।বান্দরবানে রুমা উপজেলা থেকে এই ঝাড়ু ফুল কিনে নিয়ে পাইকারি ব্যবসায়ীরা ঝাড়ু তৈরি করে ঢাকা ও চট্টগ্রামের বাজারে বিক্রির জন্য সরবরাহ করেন। ঝাড়ু ফুল সংগ্রহ ও বিক্রি করে লাভবান হচ্ছে বান্দরবানে শতাধিক মানুষ।
মৌসুমি ব্যবসায়ী বলেন, শীত মৌসুমে রুমা উপজেলার এ প্রথমবারের মতো বিভিন্ন দুর্গম গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করে সরাসরি ঢাকায় সরবরাহ করে বিক্রি করা হয়।
বান্দরবানের বাসিন্দা মোঃ খলিলুর ছেলে মো. সিমন (৩৬) পেশায় একজন চাষি। চাষাবাদের ফাঁকে ফাঁকে গত কয়েক বছর তিনি ঝাড়ু ফুল সংগ্রহ করে কেরানিহাট বিক্রি করছেন। এই মৌসুমে এখন পর্যন্ত তাঁর ১২ হাজার টাকার মতো আয় হয়েছে। আরও কয়েক সপ্তাহ ঝাড়ু ফুলের মৌসুম থাকবে। এ সময়ে তিনি আরও পাঁচ থেকে সাত হাজার টাকা আয় করতে পারবেন বলে জানান।
তিনি আরো জানান, এক মৌসুমে অর্থাৎ দুই থেকে আড়াই মাসে একজন ঝাড়ু ফুল সংগ্রহকারীর প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা আয় হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..