আকাশ মারমা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের সামাজিক ও অরাজনৈতিক সংগঠন মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ উদ্যেগে জেলার বিভিন্ন মাদ্রাসার নবাগত কোরআনে হাফেজ শিক্ষার্থীর নিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে জেলা সদরের কাপ অফ জয় রেস্তোরাঁয় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এইদিকে অনুষ্ঠানে জেলা সদরে বিভিন্ন মাদ্রাসা হতে ১৩ জন নবাগত হাফেজ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে শেষে নির্বাচিত ৬ টি মাদ্রাসার ১৩ জন নবিন হাফেজ শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনে সভাপতি আসিফ ইকবাল এর সভাপতিত্বে ৯ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সেলিম রেজা, মানবিক পুলিশ মেহেদী হাসান দোলন, প্রবিন মুরুব্বি নুরুল কবির, সংগঠনের সহ-সভাপতি ইনান ইরতিসাম,শুভ্র দে,সেক্রেটারি চল জাওয়াত শাফী,মাহফুজুর রহমান, ইমতিয়াজুল ইসলাম সাকিল, মাহির ইরতিসাম,মোঃ ইব্রাহিম,মোঃ খোকা সহ নবাগত কোরআন শিক্ষার্থীর উপস্তিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা বলেন, মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ একটি সামাজিক সংগঠন। বিগত সময়ে তাদের সামাজিক কর্মকান্ড সকলের জন্য অনুষরনীয় অনুকরণীয়।
কোরআনে হাফেজ দেশের ভবিষ্যৎ,আপনারা আগামীতে বড় বড় হাফেজ হয়ে দেশের মানুষের মাঝে ইসলামের আলো পৌছে দিবে।
সেই সাথে আগামীতেও মরহুম আলী মিঞা কবিরাজ স্মৃতি সংসদ এর উদ্যোগে আরো বড় পরিসরে এ ধরনের সামাজিক কর্মকান্ড বহাল থাকবে বলে আশা রাখি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..