ময়মনসিংহ প্রতিনিধি:
দুই শিশুসন্তানকে নিয়ে বাজারে ফল কিনতে যান বাবা রমজান আলী। তিনি যখন ফল কিনতে ব্যস্ত, তখন তাঁর অগোচরে দুই ছেলে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় এক ছেলে বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।
আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় রাগামারা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা গেছে, বাবা রমজান আলী দুই ছেলে সুজন (৮) ও রামীমকে (৫) নিয়ে রাগামারা বাজারে ফল কিনতে যান। তিনি কেনাকাটায় ব্যস্ত থাকার সময় তাঁর অগোচরে সুজন ও রামীম দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় বড় ভাই সুজন রাস্তা পার হতে পারলেও রামীম পারেনি। রামীম ময়মনসিংহগামী এক বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই রামীমের মৃত্যু হয়।
প্রতিবেশী রাশেদুল হাসান জানান, রাগামারা গ্রামের বাসিন্দা রমজান আলী মুদি ব্যবসায়ী। তাঁর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রামীম ছিল সবার ছোট। সে এখনো স্কুলে যাওয়া শুরু করেনি। রামীমের মায়ের নাম মোছা. রেখা। রামীমের ভাই সুজন স্থানীয় এক মাদ্রাসার ছাত্র। ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। বাসটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।
Leave a Reply