বাড়িতে আগুন দিয়ে এসেই ৮ জনকে গুলি করে হত্যা
| ২৭ মে ২০২১ | ৮:০০ পূর্বাহ্ণ
বাড়িতে আগুন দিয়ে এসেই ৮ জনকে গুলি করে হত্যা
FacebookTwitterShare
যুক্তরাষ্ট্রের এক বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানায় ক্যালিফোর্নিয়ায় বুধবার(২৫ মে) স্থানীয় সময় সকালে স্যান জোসের রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলাকারী নিজেও মারা গেছেন।
Surjodoy.com
স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো টুইটারে জানান, শহরের প্রধান বিমানবন্দরের কাছে সান্তা ক্লারা ভ্যালির ট্রান্সপোর্টেশন অথরিটি পরিচালিত রেল ইয়ার্ডে এ গুলির ঘটনা ঘটে। এখন আর কোনো হুমকি নেই এবং রেল ইয়ার্ডও খালি করে ফেলা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘এটা আমাদের শহরের জন্য একটি ভয়াবহ দিন। এমন দিন যেন আর না আসে।’
The Daily surjodoy
এবিসি নিউজ জানায়, হামলাকারী ট্রান্সপোর্টেশন সাবেক অথরিটির কর্মী, হামলার আগে তিনি নিজের বাড়িতে আগুন দেন বলে জানিয়েছে তারা। সান্তা ক্লারা শেরিফ অফিসের মুখপাত্র রাসেল ডেভিস বলেন, গুলির শিকার ব্যক্তিদের মধ্যে ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মীরাও রয়েছেন। এ ছাড়া যে ব্যক্তি প্রকাশ্যে গুলি করতে শুরু করেন, তিনিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। মেয়র স্যাম জানান, গুলিতে আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
The Daily surjodoy
যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম জানায়, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৩০টি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
Leave a Reply