জুয়েল রানা
স্টাফ রিপোর্টার
“বিএনপিতে মহাসচিব হবেন তিনজন। একজন হবেন সাংগঠনিক বিষয়ক মহাসচিব, আরেকজন আন্তর্জাতিক বিষয়ক মহাসচিব এবং অন্যজন দায়িত্ব পালন করবেন প্রশাসনিক বিষয়ক মহাসচিব হিসেবে।”
“যুক্ত হতে পারে কো-চেয়ারম্যান পদ।”
“তাছাড়া তারেক রহমান তনয়া ব্যারিস্টার জাইমা রহমানও সরাসরি যুক্ত হতে পারেন বিএনপি রাজনীতিতে। দায়িত্ব পেতে পারেন সাংগঠনিক কোনো গুরুত্বপূর্ণ পদে।”
“তাছাড়া যারা বিগত হাসিনা সরকারের সঙ্গে আঁতাত এবং নিজ দলের সঙ্গে বেইমানি করেছিলেন সেসব তথ্যও পর্যালোচনা করা হচ্ছে। এ ধরনের নেতারা কোনো অবস্থাতেই এবার মনোনয়ন পাবেন না। পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ‘খালিদ-পলক বা আরাফাতের’ মতো চাটুকার প্রকৃতির লোকদের মন্ত্রী বানানো দূরের কথা, এমপি পদে মনোনয়নও দেবে না বিএনপি।”
Leave a Reply