1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা, মহাপতনযাত্রা : ওবায়দুল কাদের
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা, মহাপতনযাত্রা : ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৬.২৫ পিএম
  • ১৬৭ বার পঠিত
  • আলতাফ হোসেন অমি 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে? খেলা হবে? প্রস্তুত? বিএনপি কোথায়? কোথায় গেছে? তাদের মহাযাত্রা এখন মরণযাত্রা, মহাপতনযাত্রা।

 

তিনি বলেন, একজন সজ্জন মানুষ প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা চালিয়েছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে তাদের বিরুদ্ধে খেলা হবে।

 

তিনি আরো বলেন, ‘হরতাল কেউ মানবে না। ভোতা হয়ে গেছে। এই অস্ত্র ভোতা হয়ে গেছে। অস্ত্রে কাজ হবে। ‘আগামীকাল জেলা উপজেলা সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। আমরা শান্তিতে বিশ্বাসী। শান্তি চাই। নির্বাচনের আগে শান্তি চাই।

 

শনিবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘আজকের অস্ত্রবাজি, আগুন সন্ত্রাস, বাংলার মাটিতে অবশ্যই এর বিচার হবে। এইসব অপরাধের পর এদের বিচারে কোনো ছাড় নেই। আমি ঘোষণা দিচ্ছি, এদের এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। আগামীকাল সারা বাংলাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে সন্ত্রাসীদের সাথে খেলার মতো খেলতে হবে। এদেরকে শিক্ষা দিয়ে দিতে হবে। এই অপরাধীদের স্বভাব আজকে আত্মার মতো পরিষ্কার। এদেরকে আর ক্ষমা করা যায় না। ’

 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অলিগলি দিয়ে পালাইলেন। পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছেন। কাল থেকে কাউকে আর পাবেন না। দুর্বলের সাথে কেউ থাকে না। ’

 

নিজ দলের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মাঠে থাকব। শেখ হাসিনার কর্মীরা মাঠে ছিল, আছে, থাকবে। সতর্ক পাহারায় থাকবেন। যেখানেই থাকবেন সতর্ক থাকবেন’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews