নিজস্ব প্রতিবেদক:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদে আর কোন প্রার্থী না থাকায় ভোটের প্রয়োজন হচ্ছে না। সোমবার যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাকে রাষ্ট্রপতি ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এ বিষয়ে আজকেই প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন সিইসি। এর আগে গতকাল রোববার রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগের প্রার্তি হিসাবে মো. সাহাবুদ্দিনের নাম প্রস্তাব করেন সংসদ সদস্য ওবায়দুল কাদের এবং তা সমর্থন করেন সংসদ সদস্য হাছান মাহমুদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আর একাধিক প্রার্থী না থাকায় সংসদ অধিবেশন কক্ষে ভোটের প্রয়োজন পড়ছে না।
ছাত্রলীগের রাজনীতি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বিচার বিভাগে যোগদান এবং পরে দুদকের কমিশনার হয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন সাহবুদ্দিন।
মোহাম্মদ সাহাবুদ্দিন আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে উপদেষ্টামণ্ডলীর সদস্য হন। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি, দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের নেতা-কর্মীদের মাধ্যমে সংঘটিত হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।