দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী দীপংকর তালুকদার।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।
২১৩টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত রাঙামাটি-২৯৯ আসনের নির্বাচনে এবার লড়েছেন ৩জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার ২১৩ কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ঘোষণা অনুযায়ী পেয়েছেন ১,১৬,২৭১ ভোট। এতে সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী অমর কুমার দে পেয়েছেন ১৪৯৯ ভোট এবং তৃণমূল বিএনপি’র মিজানুর রহমান পেয়েছেন ৮৭৩ ভোট।
রাত ৮টায় ২১৩টি কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোশাররফ হোসেন।
দুর্গম পাহাড়ের এই ১৮টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ও দীর্ঘপথ পায়ে হেটে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের যেতে হয়েছে। ১৮টি হেলিসর্টি ভোট কেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ৫টি, বরকল উপজেলায় ২টি, জুরাছড়ি উপজেলায় ৮ টি ও বিলাইছড়ি উপজেলায় ৩টি। যার কারণে এসব কেন্দ্রের ফলাফল আগামী কাল ঘোষনা করা হবে বলে জানিয়েছেন জেলা রিটানিং কর্মকর্তা।
বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যানুযায়ী রাঙামাটি-২৯৯ আসনের মোট ভোটার সংখ্যা ৪,৭৪,৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ২,৪৭,৪১৬ ও নারী ভোটার রয়েছে ২,২৭,০৩৬ জন। রাঙামাটির ১০টি উপজেলার ২১৩টি কেন্দ্রের ১হাজার ১২১টি ভোটকক্ষে ভোট গ্রহন হয়েছে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দীপংকর তালুকদার ৫ম বাররে মত সংসদ সদস্য হতে যাচ্ছেন। এর আগে পঞ্চম, সপ্তম, নবম ও একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দ্বায়িত্ব পালন করেন।