একটি চক্র হেফাজতে ইসলামকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে চাইছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির আমির আল্লামা আহমদ শফী। গতকাল বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। আল্লামা আহমদ শফী বলেন, ‘হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়। সরকারের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি নয়। পরিতাপের বিষয় হচ্ছে, একটি চক্র হেফাজতে ইসলামকে বিরোধী দলের ভূমিকায় নিয়ে যেতে চায়। যা হেফাজতে ইসলামের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক। ’ বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলামের ভিতরে ঘাপটি মেরে বসে থাকা সিন্ডিকেট নাস্তিক্যবাদীর খেলনায় পরিণত হয়েছে। তারা হেফাজতের কোনো স্তরের কমিটিতে না থাকলেও হেফাজতের শুরু থেকে সংশ্লিষ্ট ত্যাগী নেতা, আমার ছেলে এবং আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা এসব করে হেফাজতে ইসলামকে দুর্বল করতে চায়। তাদের এ ষড়যন্ত্র বরদাশত করা হবে না। ’ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলামের আমির বলেন, হেফাজতে ইসলামের কল্পিত ‘ভাঙার’ অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাই সতর্ক থাকুন। সজাগ দৃষ্টি রেখে তাদের মোকাবিলা করুন।
Leave a Reply