নিহত রানা ওই উপজেলার রামপুর খামার বাড়ির তারা মিয়ার ছেলে। শুক্রবার বিকেলে ওই গ্রামের সাত বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। আটক জনি পার্শ্ববর্তী বিল পাড়ার আনোয়ারের ছেলে।
কালিহাতী সার্কেলের এএসপি রাসেল মনির জানান, রামপুর পুরাতন বাজার সংলগ্ন সাত বিলে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর রানার মা এসে লাশ শনাক্ত করেন। তিনিই জনিকে ছেলের হত্যাকারী হিসেবে সন্দেহ করেন। পরে পুলিশ জনিকে আটক করে।
Leave a Reply