1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ ৮১তম, স্কোর ১৯ দশমিক শূন্য
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান বাঘায় তফসিলভুক্ত জমি জবরদখল ও আম বাগান কর্তনের অভিযোগ ইন্সপেক্টর হলেন চট্টগ্রাম পাঁচলাইশ থানার অপারেশন অফিসার জুবায়ের মৃধা কুড়িগ্রামের উলিপুরে সমাজ সেবা দিবস উদযাপন  উলিপুরে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী নিখোঁজ শ্রীপুরে কিশোরগ্যাং’র হামলায় ঔষধ ব্যবসায়ী নিহত রাজশাহী বাঘা জাদুঘরে প্রত্নবস্তু হস্তান্তর করেন ডা: মোহাইমিনুর রহমান মেয়র রায়পুরের প্রভাবশালী মেম্বার আরিফের খন্ডিত মরদেহ উদ্ধার দৈনিক সূর্যোদয়ের সকল প্রতিনিধির কার্ড অদ্য হতে বাতিল করা হলো,, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ রহমানের অত্যাচারে অতিষ্ঠ আদাবর বাসী

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ ৮১তম, স্কোর ১৯ দশমিক শূন্য

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৮.০৫ পিএম
  • ২৮৫ বার পঠিত
  • শাহাদাত হোসাইন 

২০২৩ সালের বিশ্ব ক্ষুধা সূচকে (জিএইচআই) ১২৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৮১তম অবস্থানে আছে। সূচকে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক শূন্য। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ১১১ তম এবং পাকিস্তানের অবস্থান ১০২তম। দেশ দুটির স্কোর যথাক্রমে ২৮ দশমিক ৭ এবং ২৬ দশমিক ১।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) জিএইচআইয়ের ওয়েবসাইটে বিশ্ব ক্ষুধা সূচক (জিএইচআই) ২০২৩ প্রকাশিত হয়। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফে যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।

বিশ্ব ক্ষুধা সূচকের মাধ্যমে অপুষ্টির মাত্রা, ৫ বছরের কম বয়সের শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, ৫ বছরের কম বয়সের শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার হিসাব করে শূন্য থেকে ১০০ স্কোরে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়। এ সূচকে স্কোর শূন্য মানে ক্ষুধা নেই। স্কোর ১০০ হলে ক্ষুধার মাত্রা সর্বোচ্চ।

এবছরের সূচকে ১৯ দশমিক ১ স্কোর নিয়ে আরেক প্রতিবেশী দেশ নেপালের অবস্থান ৬৯তম। ৬০তম অবস্থান নিয়ে আরও এগিয়ে আছে শ্রীলঙ্কা। দেশটির স্কোর ১৩ দশমিক ৩। জিএইচআইয়ের প্রতিবেদন অনুসারে, ২০১৫ পর্যন্ত বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে অগ্রগতি হলেও এরপর তা থমকে গেছে।

২০১২ সাল থেকে বাংলাদেশের জিএইচআই স্কোরে অগ্রগতি হচ্ছে। ২০১২ সালে বাংলাদেশের স্কোর ‘গুরুতর’ পর্যায় ২৮ দশমিক ৬ পয়েন্টে থাকলেও, ২০২১ সালে এ স্কোর ১৯ দশমিক ১ পয়েন্টে নেমে এসেছে যা সহনীয় পর্যায় বলে ধরা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews