রফিকুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম পুটখালী থেকে ১২ টি(১.৪০২ কেজি) স্বর্ণের বার সহ ২(দুই) পাচারকারী লিটন মিয়া(২৮) এবং শাহজাহান মন্ডল (৩২)কে গ্রেফতার করেছে ২১ ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র পুটখালী বিওপি ক্যাম্প সদস্যরা।
বৃহস্পতিবার(১৮ নভেম্বর) দুপুরের দিকে তাদেরকে স্বর্ণসহ গ্রেফতার করা হয়।
২১ ব্যাটেলিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সীমান্ত পিলার নং ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে (১) লিটন মিয়া (২৮), পিতা- মোক্তার আলী, গ্রাম- পুটখালী পশ্চিমপাড়া, (২) শাহজাহান মন্ডল (৩২), পিতা- আলী কদর মন্ডলকে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার (১২০.১৯৮৯ ভরি) এবং ১ টি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। স্বর্ণের আনুমানিক বাজার মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লাখ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)
ধৃত আসামীদেরকে ১২ টি স্বর্ণের বার এবং মোটর সাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..