আব্দুর রাজ্জাক বেলকুচি প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি মুকুন্দগাতী বাজারে যানজট নিরসনে সোমবার (১৪ সেপ্টেম্বর)উপজেলা প্রসাশন ও পৌরসভার উদ্দ্যেগে যাত্রীবাহী বাস,সি এন জি,অটোরিক্সা যাত্রী উঠানামার সীমানা নির্ধারণ করেছে।
এনায়েতপুরগামী সকল প্রকার যানবাহন ৫৫০ ফুট উত্তরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেট থেকে দুরত্বে অবস্থান করে যাত্রী উঠানামার করবে,এবং সিরাজগন্জ গামী সকল প্রকার যানবাহন বর্তমান বাসস্ট্যান্ড ইসলামী ব্যাংক এর সামনে হতে ৫৫০ ফুট দক্ষিনে স মিল পর্যন্ত দুরত্বে অবস্থান করবে,রাস্তার উপর মালবাহী গাড়ি লোড আনলোড করতে পারবেনা এবং রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে নির্ধারিত স্থানে লোড আনলোড করতে হবে বলেছেন উপজেলা প্রসাশন,লাল নিশান চিন্হ দিয়ে সীমানা নির্ধারণ করে মাইকিং করেছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান,সহকারী কমিশনার (ভুমি) এস এম রবিন শীষ,বেলকুচি পৌর প্যানেল মেয়র ইকবাল রানা, থানা ইনচার্জ (তদন্ত) নুরে আলম,পুলিশ সদস্য আনসার ব্যাটেলিয়নের সদস্য উপস্থিত থেকে সিমানা নির্ধারণ করেন।