ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌরসভার ৭ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর হ্যাডস্ এর মোড় পাড়াতে পর্যাপ্ত পরিমানে বৈদ্যুতিক খুঁটি স্থাপন না করায় এক যুগের বেশি সময় ধরে দূর্ভোগ পোহাচ্ছে স্থানীয় পৌরবাসী । স্থানীয়দের চাহিদা মাত্র ৩-৪ টি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হলে দূর্ভোগ কমে যাবে তাঁদের। কিন্তু এতদিনেও এর সমাধান না হওয়ায় ক্ষুদ্ধ তারা। স্থানীয়দের অভিযোগ পৌর নির্বাচন এলেই নাান রকম প্রতিশ্রুতি দেয় জন প্রতিনিধরা কিন্তু ভোট পেরিয়ে গেলেই সব কিছু ভুলে যায় তারা।
সম্প্রতি সন্ধ্যায় সরজমিনে গিয়ে দেখা যায়, কেউ হারিকেন ও কেউ কুপি জ্বালিয়ে সাংসারিক কাজ করছে স্থানীয়রা। কেউ বা আবার নিরুপায় হয়ে মিটার ছাড়ায় আইন অমান্য করে সন্তানদের লেখাপড়ার জন্য ধারে চালাচ্ছে বৈদ্যুতিক বাঁতি।
মানুষের বাসা বাড়ি থেকে কাজ করে এসে ৮ বছরের সন্তানের মাঝে শিক্ষার আলো ছড়াতেই পাশের বাড়ি থেকে ধারে একটি মাত্র বৈদ্যুতিক বাঁতি জ¦ালান মোছা: আলেয়া বেগম। ভারাক্রান্ত মন নিয়ে আলেয়ার অভিযোগ সরকার যেখানে ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছে সেখানে আমার ঘরে বিদ্যুৎ যেনো অসম্ভব ব্যপার। আমি গরীব মানুষ আমার স্বামী ও আমি দুজনেই দিন মজুর। বিয়ের পর থেকে দেখে এসেছি এ বাড়িতে বৈদ্যুতি আলো জ¦লেনা। তার কারন এখান থেকে প্রায় ৩শ থেকে ৪শ গজ দূরে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সেখান থেকে অনেক টাকা খরচ করে বাসাগুলোতে বিদ্যুৎ সংযোগ দিতে হয়। সে অর্থ আমাদের নেই। তাই সন্তানের লেখা পড়ার জন্য আমি পাশের এক প্রতিবেশীর থেকে কান্নাকাটি করে একটি মাত্র বৈদ্যুতিক বাঁতি জ¦ালাই। তাও আবার শুধু মাত্র রাতে। আলেয়া বলেন যদি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা যেতো তাহলে খুব সহজেই আমার বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে পারতাম।
এমন যৌক্তিক অভিযোগ শুধু মাত্র আলেয়া বেগমের নয় দিনমজুর মোছা: চামেলি বেগম সহ আরও অনেকের।
আরেক দিন মজুর আনোয়ার হোসেন বলেন, প্রতিশ্রুতি আর বৈদ্যুতিক খুঁটি হবে হবে শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। কিন্তু খুঁটি বসেনা। অনেক ঘাম ঝড়িয়ে এখানে একটি জমি ক্রয় করেছি। কিন্তু বিদ্যুৎ সংযোগ করতে অনেক খরচ হবে দেখে বাসা বাড়ি নির্মাণ করতে পারছিনা। মানুষের জমিতে ঘর বেঁধে অসহায়ের মতো দিন যাপন করতে হচ্ছে। আরও দেখা যায়, যে বৈদ্যুতিক খুঁটি থেকে স্থানীয় কিছু স্বচ্ছল মানুষ বৈদ্যুতিক তার টেনে লাইন সংযোগ দিয়েছে সে খুঁটির তারগুলো আছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। বাসা বাড়ির উপর দিয়ে ও গাছের সাথে লেপ্টে আছে বৈদ্যুতিক তার। স্থানীয়রা বলছে যে হারে দিন দিন এখানে বসতি বাড়ছে খুব দ্রæত এর সমাধান না হলে ঘটতে মৃত্যুর মতো দূর্ঘটনা। তাই আর প্রতিশ্রæতি না দিয়ে এর বাস্তব সমাধান চান স্থানীরা।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের নেসকো লি: এর সহকারী প্রকৌশলী মো: মামুন জানান, এরকম তথ্য আমার কাছে আছে। নেসকো কোম্পানীর পরবর্তী নতুন লাইন নির্মাণ প্রজেক্টের মাধ্যমে সেখানে কাজ করা হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..