বোয়ালখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে জহুরুল ইসলাম জহুর (নৌকা), বর্তমান মেয়র আবুল কালাম আবু (স্বতন্ত্র) ও ইদ্রিস আলম (স্বতন্ত্র) তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন নাহার কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
এছাড়াও কাউন্সিলর পদে ৫৭ জন ও সংরক্ষিত আসনে ৮ জন মনোনয়ন ফরম দাখিল করেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ও৩ নং- ওয়ার্ডে রেবেকা সুলতানা ও ইসতেক জাহান ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জোবাইদা বেগম, রুনা দে, রাশেদা বেগম ও সাজেদা বেগম। ৭,৮ও ৯ নং ওয়ার্ডে শাহনাজ পারভিন ও ফারজানা আকতার।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এস এম মিজানুর রহমান, মোরশেদ, তারেকুল ইসলাম, রিয়াদ হোসেন,ওমর সেলিম, আবুল মনচুর, নেজাম উদ্দিন,খালেদ।
২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সিরাজুল হক,নাজিম উদ্দিন, এস এম আহাসানুর করিম, মাসুদ, আলমগীর চৌধুরী, আরিফ মঈন উদ্দিন চৌধুরী,আবু বকর, মাহবুবুল আলম। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আরিফ উদ্দিন, মুছা, এ কে এম আবদুল হামিদ, সেকান্দর মিয়া,ইউনুস মিয়া। ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সেলিম উদ্দিন চৌধুরী, বিষু ঘোষ, আবুল আজাদ, মাসুদুল হক,কামাল উদ্দিন।
৫নং ওয়ার্ড বর্তমান কাউন্সিলর ইসমাইল হোসেন, কামরুল হাসান, গিয়াস উদ্দিন চৌধুরী, জিয়া উদ্দিন, আবদুস সবুর চৌধুরী, সেলিম।
৬নং ওয়ার্ড হাজি নাছের আলী, জসিম উদ্দিন, আবু তৈয়ব, সোলাইমান, জসিম উদ্দিন। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাহমুদুল হক,সোলায়মান,সেলিম, মোহাম্মদ আলম, আবদুল আজিম। ৮নং ওয়ার্ডে পারভেজ, কামাল উদ্দিন, পেয়ার মোহাম্মদ, রেজাউল করিম, মমতাজুল ইসলাম। ৯নং ওয়ার্ডে ইকবাল হোসেন তালুকদার, ইব্রাহিম, সোলাইমান, আলী আজগর, মাহাবুল আলম, ইব্রাহিম, জাহাঙ্গীর আলম, সেলিম, সেকন্দার হোসেন, আমিনুল ইসলাম।
মনোনয়ন জমা শেষে আওয়ামী লীগের প্রার্থী জহুরুল ইসলাম জহুর বলেন, নৌকা বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রতীক। নৌকার প্রার্থীরা সবসময় দেশের উন্নয়নের কথা বলেন। তারা মানুষের কথা বলতে সবসময় প্রস্তুত।
দেশের উন্নয়নের জন্য নৌকা। দেশের অর্থনীতির উন্নয়নে নৌকা। স্বাধীনতার মর্যাদাপূর্ণ অক্ষুন্ন বাংলাদেশ গড়তে নৌকা। আমি নির্বাচিত হলে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে পরিবেশবান্ধব নান্দনিক পৌরসভা গড়তে কাজ করব।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিয়েছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিনজেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, সাধারন মুফিজুর রহমান সহ জেলা ও উপজেলার নেতাকর্মীদের আমি ধন্যবাদ জানাই।
একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা জানিয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র হাজি আবুল কালাম আবু বলেন, ‘দেশবাসী আজ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের কাছে আমাদের আশা থাকবে কাউকে ভয় না পেয়ে ভোটকেন্দ্রে এসে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন।
জনগণের ভোট ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি যদি পরাজিত হই, যে পাস করবে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। স্বতন্ত্র প্রার্থী ইদ্রিছ আলম বলেন, ‘আমরা চাই পৌরবাসীকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া হোক। তাই প্রশাসনের কাছ থেকে একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের আশা করছি।’
উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন নাহার জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে। পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে।