ওমর ফারুক, বোয়ালখালী উপজেলা প্রতিনিধি
মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বোয়ালখালীতে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।‘‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ অপরাজিতা সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে ও জেলা খাদ্য অফিসার নাজসুম সুলতানা সীমার সঞ্চালনায় সেমিনার উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, চেয়ারম্যান কাজল দে, আলহাজ্ব আবদুল মান্নান মোনাফ চেয়ারম্যান, এস এম জসিম উদ্দিন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ক্যাব বো. সভাপতি ওবায়দুল হক হক্কানি, বোয়ালখালী প্রেসক্লাব অর্থ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, বোয়ালখালী এন জামান হোটেল পরিচালক মোহাম্মদ আবছার, বনফুল বোয়ালখালী শাখার পরিচালক এস এম জিবু, ফুলকলি বোয়ালখালী শাখার পরিচালক মোহাম্মদ জাহিদ প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
Leave a Reply