সিজুল হক মিনা বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের সহযোগি সংস্থা ইসলামিক মিশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার (19.10.2021) ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৈয়দপুর গ্রামে অবস্থিত ইসলামিক মিশন চত্বরে মিশন প্রধান মোহাম্মদ ইয়াছিন মোল্লার সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. রেজাউল করিম। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান মিয়া, মিশনের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহসিউদ্দীন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম হামিদুল বারী বরুন মিয়া, বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
Leave a Reply