নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ -থেকে তৌহিদুল ইসলাম সরকার,
কিছুতেই থামছে না বৃদ্ধ প্রতিবন্ধী আজিজের কান্না, হাউমাউ করে উচ্চ স্বরের কান্না থামাতে পারছেন স্ত্রী মনিরা খাতুন।
বৃদ্ধ প্রতিবন্ধী আব্দুল আজিজ (৭৫) বাংলাদেশ সরকার প্রদত্ত ভাতা বাংলাদেশ কৃষি ব্যাংক নান্দাইল শাখা থেকে উত্তোলন করতে এসে চরম ভোগান্তির শিকার হয়েছেন।
১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তিনি ভাতা উত্তোলন করতে স্ত্রীর সহযোগিতায় সকালে ব্যাংকে আসেন,দীর্ঘ লাইনে দাঁড়ানো তাঁর পক্ষে সম্ভব হয়নি, মূল গেইটের কাছে ছিল প্রচন্ড ভিড়।
বিকাল পর্যন্ত অপেক্ষার করার পর ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আজ আর ভাতা দেওয়া হবে না।
এ কথা জানার পর বৃদ্ধ আজিজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়,তিনি ব্যাংকের সিঁড়িতে লুটে পড়ে অবুঝ শিশুর মতো হাউমাউ করে কান্না শুরু করেন।
তাঁর অসহায় স্ত্রী প্রতিবন্ধী ভাতার কার্ডটি নিয়ে একবার ব্যাংক কর্ম কর্তাদের কাছে ছুটে যান আর একবার স্বামীর কাছে ছুটে আসেন।
অসহায় দম্পত্তির এ দৃশ্যটির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি দেয়ার সময়টুকুও নেই!
নান্দাইল পৌরসভা বালিয়াপড়া
এলাকায় প্রতিবন্ধী আব্দুল আজিজের বাড়ি বলে জানা যায়।
তিনি জানান, আজ ভাতা না হলে আগামীকাল শুক্রবার, শনিবার বন্ধ থাকবে ব্যাংক।
ফলে তিনি দুইদিন পর ভাতার টাকা পেতে পারেন,ভাতার টাকাগুলো পেলে তিনি চাল, ডাল ও ওষুধ কিনে বাড়ি ফিরবেন। কিন্তু ভাতা না পাওযার হতাশায় তাঁর কান্না যেন কিছুতেই থামছে না।
(শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১)
Leave a Reply