বিনোদন ডেস্ক,
ব্যাটসম্যানকে আউট করার ক্ষেত্রে আসছে নতুন নিয়ম
ক্রিকেটে একজন ব্যাটসম্যান ১০টি উপায়ে আউট হতে পারেন। এর মধ্যে অন্যতম হচ্ছে টাইমড আউট। টি-২০ ক্রিকেটকে আরো মজার ও জনপ্রিয় করার জন্য টাইম আউটের নিয়মে পরিবর্তন আনতে চলেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের আসন্ন মৌসুম থেকেই যোগ হতে পারে নতুন এই নিয়ম।
বিগ ব্যাশ কর্তৃপক্ষে প্রস্তাবনা অনুযায়ী, নতুন নিয়মে খালি স্ট্যাম্পে বোলিং করে ব্যাটসম্যানদের আউট করার সুযোগ পাবেন বোলাররা।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (সিএ) প্লেয়িং কন্ডিশন কমিটি মনে করছে, উইকেট পতনের পর নতুন ব্যাটসম্যান আসা ও পরের বল দিয়ে খেলা শুরুর মাঝে বেশ সময় নষ্ট হয়ে যাচ্ছে। এটি কমানোর জন্যই মূলত টাইম আউটের নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন তারা।
টাইম আউটের বর্তমান নিয়মে বলা আছে, কোনো উইকেট পতন অথবা ব্যাটারের অবসরের ক্ষেত্রে পরবর্তী ব্যাটারকে অবশ্যই তিন মিনিটের মধ্যে উইকেটে এসে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। যদি সেটা করতে না পারেন তাহলে নতুন ব্যাটারকে টাইম আউট ঘোষণা করা হবে।
এই নিয়মে আগেই কিছুটা পরিবর্তন এনেছিলো বিগ ব্যাশ কর্তৃপক্ষ। যেখানে তারা নতুন ব্যাটারকে প্রথম বল খেলার জন্য ৬০ সেকেন্ড সময় বেঁধে দিয়েছিলো। যদিও গত আসরগুলোতে এই নিয়মের খুব একটা বাস্তবায়ন দেখা যায়নি। কেননা প্রায়ই দেখা গেছে নতুন ব্যাটার এসে দুই মিনিটের বেশি সময় নিয়ে নিচ্ছেন।
তবে এবার থেকে কড়াকড়িভাবে ৭৫ সেকেন্ডের নিয়ম বাস্তবায়ন করতে চাচ্ছে আয়োজকরা। অর্থাৎ নতুন ব্যাটারকে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য তৈরি হতে হবে। এটি করতে না পারলে তাকে টাইম আউট দেয়া হবে না। বরং বোলারকে দেয়া হবে একটি ফ্রি হিট।
এই ফ্রি হিট বাস্তবায়নের ক্ষেত্রে ব্যাটারদের স্ট্যাম্প থেকে সরে দাঁড়াতে হবে এবং বোলার ফাঁকা স্ট্যাম্পেই বোলিং করতে পারবেন। সেই বলে যদি বোলার স্ট্যাম্পে হিট করতে পারেন তাহলে নতুন ব্যাটারকে আউট ঘোষণা করা হবে। অন্যথায় সেই ব্যাটার ব্যাটিং শুরুর সুযোগ পাবেন।
Leave a Reply