তৌহিদ আহাম্মেদ রেজাঃ
বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা -ইউনেস্কো আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে অন্যান্য গণমাধ্যমের সঙ্গে প্রান্তিক জনপদের মানুষের মতামত প্রকাশের জন্য ১৭টি কমিউনিটি রেডিও চলমান রয়েছে। এই গণমাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর কথা সরাসরিভাবে বলার যেমন সুযোগ তৈরি হয়েছে, তেমনি এটি হয়ে উঠেছে কণ্ঠহীনদের কণ্ঠস্বর।
তিনি বলেন, তথ্যের অবাধ প্রবাহের সঙ্গে গণতন্ত্রের নিবিড় সম্পর্ক একটি সর্বজনস্বীকৃত বিষয়। কার্যকর ও ফলপ্রসূ গণতন্ত্রের জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা একান্ত প্রয়োজন।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকি হ্রাসসহ কোভিড-১৯ মহামারি মোকাবিলায় কমিউনিটি রেডিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।