লন্ডন থেকে জমির উদ্দিন সুমন :
ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বা এসাইলাম সিকারদের নোংরা স্যাঁতসেতে অস্বাস্থ্যকর খাবার ও অতিরিক্ত মানুষকে এক সাথে রাখা হয়েছে।সম্প্রতি মানবাধিকার সংগঠন গুলির এক গবেষনা তথ্যে উঠে এসেছে।
ব্রিটেনের ফ্লক্সটন সেন্টারে ৪০০ জন এসাইলাম কে রাখা রয়েছে সেখানে ধারন ক্ষমতার চেয়ে অনেক বেশী। একই ভাবে কেন্ট এ অপর একটি এসাইলাম সেন্টারে ২৫০ এসাইলাম কে রাখা হয়েছে।সেই সেন্টার গুলি আসলেই মানুষ বসবাসের অযোগ্য। সেখানকার অবস্থা এতটাই খারাপ যা ভাষায় প্রকাশ করার মত নয়।এই সব পরিত্যক্ত বিল্ডিং সেন্টারে থাকলে সুস্থ্য মানুষ অসুস্থ্য হতে বাধ্য।
এই সব অস্বাস্থ্যকর পরিবেশে থেকে বেশীর ভাগ এসাইলামরা মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলছে বা মেন্টাল হেল্থ প্রবলেমে ভুগছে ।আলেক্স নামের এক এসাইলাম সিকার মানবাধিকার কর্মীর কাছে বলেছেন,”আমার বেঁচে থাকার কোন আশাই দেখছি না”।
এসাইলাম সেন্টারে মৃত্যুর সংখ্যা বেড়ে চলছে।এরমধ্যে একজন হলেন আইভরি কোস্টের ২৭ বছরের মোহাম্মদ ক্যামেরার। লন্ডনের হোম অফিসের আওতায় একটি হোটেলের নিজ কক্ষে তাকে মৃত্য অবস্থায় পাওয়া যায়। ”
এই সকল মৃ্ত্যুকে স্বাভাবিক ভাবে মেনে নিতে নারাজ মানবাধিকার সংস্থা গুলি।বৃটিশ সরকারের্ নিকট সংগঠন গুলি জানিয়েছে।অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এদেরকে সুন্দর ও সুস্থ্য পরিবেশে ফিরিয়ে আনতে হবে এবং অতিদ্রুত এদের বিচার কার্য শেষ করে যার যার দেশে ফেরৎ পাঠাতে হবে। অথবা সুস্থ্য ভাবে বাঁচার ব্যাবস্থা করতে হবে। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে রেখে বিনা চিকিৎসায় পর্যাপ্ত খাবার না খেয়ে ধুকে ধুকে মানুষিক চাপে মারা যাচ্ছে বলে হতাশা জনক উদ্দেগ প্রকাশ করছেন মানবাধিকার সংগঠন গুলি।
ব্রিটেনের এসাইলাম সেন্টার গুলিতে হাজার হাজার এসাইলাম সিকাররা আমানুষিক ভাবে বেঁচে আছেন। এদের প্রতি বৃটিশ সরকারের সুদৃস্টি দেওয়া প্রয়োজন। হোম অফিস মানিস্টার ক্রিচ ফিলিপ মানবাধিকার সংগঠন গুলির অভিযোগকে অস্বীকার করে বলেছেন” রিজেনাবল মোটামুটি ভালো পরিবেশে রাখা হয়েছে, সরকার খাবার, চিকিৎসা সহ সবধরনের সহযোগিতা করে যাচ্ছে।