বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পুটাইল ইউপির কালিগঙ্গা নদীর খেয়াঘাটের দক্ষিণ পাশে ডলফিনটি ধরা পড়ে।
ডলফিনটি ধরা পড়ার পর শাকিব আহমেদ নামে এক কলেজছাত্র ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। পোস্টে ডলফিনটি কেটে বিক্রি করার বিষয়টি তুলে ধরেন। এ সময় বাচ্চা ডলফিনটি বড়শিতে আটকানোর পর ছেড়ে না দিয়ে কেটে বিক্রি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনেকে।
পাখি ও পরিবেশ লালন করি’র (পালক) সদস্য অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ বলেন, এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান- সদস্যদের দায়িত্ব পালন করা প্রয়োজন ছিল। আশা করি প্রশাসন ব্যবস্থা নেবে।
সদরের ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিষয়টি জানা নেই। ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান-সদস্যদের পাঠানো হবে। এ ব্যাপারে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।