নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় স্টিয়ারিং ভটভটি চাপায় আব্দুল হালিম(১৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। সে দয়াহার শেখপাড়া ফয়জিয়া দারুল উলুম মাদ্রাসার হাফতম শ্রেণির ছাত্র ও দিঘা বিশইল গ্রামের একরামুলের ছেলে। এ ঘটনায় অপর এক ছাত্র সামন্য আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা ছুটি হলে হাকিম নিজ বাড়িতে যাওয়ার জন্য অপর একজন ছাত্রকে নিয়ে সাইকেল যোগে সরাইগাছি মোড়ে আসছিল। এসময় সরাইগাছি-আড্ডা রোডের বারিন্দার মোড়ে পৌঁছিলে পিছন দিক থেকে আশা একটি দ্রুত গতির স্টিয়ারিং ভটভটি তার সাইকেলকে ধাক্কা দেয়।
ফলে সাইকেল আরোহি দু’জন রাস্তায় পড়েগেলে ভটভটিটি হাকিমকে চাপা দেয়। এতে হাকিম ঘটনা স্থলেই মারা যায়। ভটভটি আটক করা হয়েছে এবং চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।