ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ একে অপরে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় এই শুভেচ্ছা বিনিময় করেন তারা।
এসময় বিএসএফের ভারত হিলি ক্যাম্প কমান্ডার শ্রী বালেরাও – বিজিবি হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস আলীর হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়েও বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইলিয়াস আলী জানান, আজ শনিবার (১৫ আগস্ট) ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস।
এ উপলক্ষে আজকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। তারাও আমাদেরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
সৌহার্দ্য সম্প্রিতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনী একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এবং সীমান্তে দুই বাহিনী যেন মিলেমিশে দায়িত্ব পালন করতে পারি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..