ইসমাইল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের সম্মানিত সদস্য এস এ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি আওলাদ হোসেন রুবেলের সঙ্গে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ১৩ সেপ্টেম্বর সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেলী শারমীন অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় আওলাদ হোসেন রুবেলের আবেদনের প্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর ভালুকা প্রেসক্লাবের কার্যকরী কমিটির জরুরী সভায় কৃত ঘটনার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানান । এ ছাড়া আগামী ২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার সকাল ১১ঘটিকার সময় গণমাধ্যম কর্মীদের নিয়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সমাবেশ কে সফল করার লক্ষ্যে ২০ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ঘটিকার সময় ভালুকা প্রেসক্লাবের সম্মানিত সকল সদস্য এবং ভালুকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Leave a Reply