মোঃ নাজমুল ইসলাম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বুধবার সন্ধায় সেভেনস্টার হোটেলে ১৩ সদস্য বিশিষ্ট ভালুকা ঠিকাদার এসোসিয়েশন’র কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় সকল ঠিকাদার গণের উপস্থিতিতে সর্বসম্মতি ক্রমে মোঃ মাহবুবুল আলম বাচ্চু কে সভাপতি ও মোঃ রমিজ উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
পরে মোঃ শফিকুল ইসলাম (সেলিম),মোঃ আবুল কাশেম,মামুন শাহ সিদ্দিকী সহ-সভাপতি, মোঃ আজিজুল হক -যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলাম -সাংগঠনিক সম্পাদক, কায়সার আহম্মেদ সহ-সাংগঠনিক সম্পাদক, জহিরুল ইসলাম হিল্টন মোল্লা -কোষাধ্যক্ষ, আবু সাদাত মোঃ সায়েম -সহ-কোষাধ্যক্ষ, নূরে আলম সিদ্দিকী লিটন- দপ্তর সম্পাদক, রনি ঘোষ- সহ-দপ্তর সম্পাদক ও মোঃ মোস্তফা কামাল কে সম্মানিত সদস্য হিসেবে ঘোষনা করা হয়।
সংগঠনের সভাপতি মাহবুবুল আলম বাচ্চু বলেন সংগঠনের অন্তর্ভুক্ত সকল সদস্যই সম্মানিত সদস্য।#