মোঃ নাজমুল ইসলাম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ আগস্ট সন্ধ্যায় উপজেলার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,জেলা আওয়ামীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান,উপজেলা লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা,নারী নেত্রী মাহমুদা মুন্নী,ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন,সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।