![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা কাঠাঁলী মৌজার কাঠালী গ্রামেই সরকারী খালের ভূমি দীর্ঘদিন ধরে বাটার ফ্লাই নামক একটি প্রতিষ্ঠান অবৈধ ভাবে দখলের মাধ্যমে তার উপর ঘর স্থাপনা করেছে।উক্তখালের ভূমি অবৈধ প্রতিরোধে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তা নির্বিকার। তিনি জেনেও না জানার ভান করে নিরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ রয়েছে। অপর দিকে বাটার ফ্লাইয়েরস্থানীয় দালাল,আমান উল্লাহ খান ওরফে মাখন মুখিক ভাবে এক রিপোর্টার কে বলেন স্থাপনা করার, সময়ে ভালুকা সহকারী কমিশনার (ভূমি)কর্মকর্তাকে অবগত করেই, খালের উপর ঘর করেছেন-রিপোর্ট করলে কিছু হবে না বলে দালাল হুংকার ছাড়েন। দালাল আরও বলে ভূমি কর্মকর্তা সহ ভালুকায় অনেক টাকা খরচ ঘর করেছে। এদিকে ভূমি কর্মকর্তার নিরবতা আর মাখনের মুখিক কথায় প্রমাণ হয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা টাকার বিনিময়ে সরকারী খালের উপর ঘর করত:সহযোগীতা করে। যার ফলে এ বিষয় ইতি পূর্বে রিপোর্ট হলেও ভূমি কর্মকর্তার অবৈধ দখল মুক্ত করার কোন ব্যবস্থা গ্রহণ করে না,এযাবৎ । ইহাতে প্রতিয়মাণ হয় যে দালালের মাধ্যমে উপজেলা সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা মোটা অংকের অর্থ ভোগে নির্বিকার। তা না হলে সরকারী সম্পদ খালরক্ষায়অবৈধ স্থাপনা ঘর উচ্চেদে (এ্যাসিল্যান্ড) এর আপত্তি কেন? এ প্রশ্নের বিচারের ভার রইল জেলা প্রশাসকের উপর । সরকারী খাল ও নদী নালার সম্পত্তি রক্ষার দায়িত্ব উপজেলা সহকারী ভূমি কর্ম কর্তার রয়েছে। এ ঘটনায় উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা প্রতিকার মুলক কার্যক্রম নিশ্চিত করবেন,সে এটাই সচেতন মহল প্রত্যাশা করেন। বতর্মান সরকারের আমলে বহু খাল নদী নালার অবৈধ দখলদার উচ্ছেদ করেছেন। কিন্তু ময়মনসিংহ ভালুকা উপজেলা কাঠালী গ্রামের বেতিহাঙ্গন খাল অবৈধ দখলদারের কবল থেকে মুক্ত করতে উপজেলা ভূমিকর্মকর্তার ভূমিকা কি এটাই কেবলএখন দেখার বিষয় রয়েছে ? প্রতিকার আবশ্যক।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
Leave a Reply